খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার দাবি নিয়ে আইনমন্ত্রীর কাছে আইনজীবীরা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে আইনমন্ত্রী কাছে আবেদন করেছেন আইনজীবীদের একটি প্রতিনিধিদল।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে এই আবেদন জানান আইনজীবীরা। এর আগে বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে একই দাবিতে স্মারকলিপি দেন।
এ সময় আইনজীবীরা খালেদা জিয়াকে বিদেশের যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান। তারা বলেন, এ বিষয়টি রাজনীতির দিক থেকে বিবেচনায় না নিয়ে সরকারের উচিত মানবিক দিক থেকে বিবেচনা করা।
জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ ব্যাপারে সরকার মানবিক। মানবিক দিক থেকেই বিষয়টি দেখা হচ্ছে।
আইনজীবীদের দলে ছিলেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, এ এম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল), আবেদ রাজা, মো. আব্দুল জব্বার ভুঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী এবং ওমর ফারুক ফারুকী।