খালেদা জিয়ার অসুস্থতা ও মুক্তির মধ্যে আটকে আছে বিএনপির রাজনীতি : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতা ও মুক্তির মধ্যে আটকে রয়েছে। তারা গণমানুষের অধিকার নিয়ে রাজনীতি করতে ব্যর্থ হয়েছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির মাঠের আন্দোলনের কথা ১১ বছর ধরে শুনে আসছি। তাদের কথাগুলো মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় একই কথা বলে থাকেন। তাঁদের নেত্রী খালেদা জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন, সেটা একটি প্রশ্ন। তিনি তাঁর ম্যাট্রিক পরীক্ষায় উর্দুতে পাস করেছিলেন এবং বাংলায় ফেল করেছিলেন।’

আজ শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া কোনো রাজবন্দি নন। তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন। তাদের জন্য এটাই দুঃখজনক। তাদের রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতা আর বন্দিদশার মধ্যে আটকে আছে। তারা গণমানুষের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আইনি পথ। এটা ছাড়া আর কোনো পথ নেই।’