খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিশ্চিত ও নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে সমাবেশের আয়োজন করা হয়েছে। জেলা আউটার স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা বিএনপির এই সমাবেশ শুরু হয়।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় এতে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, সাবেক এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এদিকে, বিএনপির সমাবেশকে ঘিরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আট ঘণ্টা বাস চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন সময় বাস ভাঙচুরের প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু।
অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘বিএনপির সমাবেশকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’