খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন নাগরিক ঐক্যের মান্না
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
আজ মঙ্গলবার রাত ৮টায় মাহমুদুর রহমান মান্না সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা‘য় দেখা করতে যান। সেখানে তিনি সোয়া ঘণ্টারও বেশি সময় খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেন। তবে খালেদা জিয়ার সঙ্গে মান্নার কী বিষয়ে কথা হয়েছে বা কেন এই সাক্ষাৎ সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে সাবেক এই প্রধানমন্ত্রী কারাবাসে ছিলেন৷ পরে সরকারি নির্দেশে ছয় মাসের জামিন পান তিনি।
কারাগার থেকে বের হওয়ার পর প্রথম এক মাসের বেশি সময় সাবেক এই প্রধানমন্ত্রী কারো সঙ্গে সাক্ষাৎ করেননি। তবে গত ১১ মে খালেদা জিয়া প্রথম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন। এর পরের দিন সাক্ষাৎ করেন তাঁর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে।
এরপর গতকাল সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারপারসন। এ সময় তিনি করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে দেশবাসীকে সচেতন করার আহ্বান জানান।