খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
আজ শনিবার বিকেলে জিয়া শিশু একাডেমির অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়াকে আমি প্রথম নারী মুক্তিযোদ্ধাই বলবো। কে কি বললো তাতে আমার যায় আসে না।’ তিনি বলেন, ‘আমি তাঁকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বলছি। এজন্য কে কি বললেন তাতে আমার যায় আসে না। তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। সব প্রতিকূলতা কাটিয়ে দুই সন্তানকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আজ তিনি খুবই অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’

আজ শনিবার বিকেলে জিয়া শিশু একাডেমির অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপিনেতা এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নামটা জিয়া শিশু একাডেমি। জিয়ার ছিল একটি নতুন পৃথিবী গড়ার চিন্তা। স্বপ্ন দেখতেন আনন্দময়, কল্যাণময়, সমৃদ্ধ বাংলাদেশ গড়বার। শুরু করেছিলেন সেভাবেই। অথচ আজকে আমরা ভুলে যাচ্ছি বা ভুলিয়ে দিতে চাচ্ছি। অতীতে যা কিছু ভালো সবকিছু ভুলিয়ে দাও। এমন একটি আবহ সৃষ্টি হয়েছে। এটা কোনো জাতিকে সামনে এগিয়ে দিতে পারে না।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘সংকটটা খুব জটিল। এই বছর স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হয়েছে। ১৯৭১ সালে যারা আমাদের উৎসাহিত করেছিলেন, পথ দেখিয়েছিলেন। ত্যাগ স্বীকার করেছেন, বন্দি ছিলেন। তাদেরকে আমরা সামনে নিয়ে আসতে পারছি না।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যুবদলের সাবেক নেতা আলবার্ট ডি কস্তা প্রমুখ।