খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : আমীর খসরু

Looks like you've blocked notifications!
আজ মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : এনটিভি

খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির সিলেট মহানগর কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার সংবিধান আর আইনের দোহাই দিয়ে বাংলাদেশের সবচেয় জনপ্রিয় নেতাকে হত্যা করার পরিকল্পনা করছে। তারা বেগম জিয়াসহ বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুনের রাজ্য সৃষ্টি করেছে। বহু খুন করেছে, বহু গুম করেছে, বহু মানুষকে জেলে দিয়েছে, বহু মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। এখন তাদের খুনের টার্গেট হচ্ছেন বেগম খালেদা জিয়া।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘তারা আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের সব বিরোধীকে ধ্বংস করে দিয়ে এককভাবে আবারও ভোট চুরি মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পায়তারা করছে। আইন হচ্ছে মানুষের সাংগঠনিক, রাজনৈতিক সাংবিধানিক নিরাপত্তার জন্য। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও অন্য মন্ত্রী এই আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছে। তারা আইন প্রয়োগ করছে আজ মানুষ হত্যার জন্য। দেশনেত্রী গণতন্ত্রের মাকে হত্যা করার জন্য। এটা আজ দিনের আলোর মতো পরিষ্কার। এটি তাদের সুপরিকল্পিত পরিকল্পনা। আইনের দোহাই দিয়ে হত্যার পরিকল্পনার চেয়ে বড় অপরাধ পৃথিবীতে আর হতে পারে না।’

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা আরও বলেন, ‘দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য প্রতিটি পাড়ায় ও মহল্লায় আন্দোলন গড়ে তুলতে হবে। খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে।’ এতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

এর আগে, দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সিলেটের মানুষও সেই আন্দোলনে পিছিয়ে থাকবে না ইনশা আল্লাহ। আপনারা যদি খালেদা জিয়ার মুক্তি চান তাহলে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত হোন। আন্দোলনের মাধ্যমেই আমারা খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসা করিয়ে ফিরিয়ে আনব ইনশা আল্লাহ।’

এ ছাড়া সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেন, ‘বয়স হলে মানুষের অসুখ-বিসুখ হয়। কিন্তু বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, এ অসুস্থতা বয়সের কারণে নয়, এ অসুস্থতা তৈরি করা হয়েছে। মেন্যুফ্যাকচার করা হয়েছে।’

এছাড়া বিভাগীয় সমাবেশে জেলা, উপজেলা ও বিভাগের নেতারা বক্তব্য দেন।