খুঁজে পাওয়া যাচ্ছে না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে

Looks like you've blocked notifications!
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২। ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে আজ শুক্রবার পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। কর্তৃপক্ষের ধারণা, কারাগারের ভেতরেই কোথাও তিনি লুকিয়ে আছেন।

আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে এসেছিলেন। ২০১২ সালের ২৭ জুলাই সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়।

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুর এলাকায়।

কাশিমপুর কারাগারের একজন কর্মকর্তা জানান, কাশিমপুর অনেক বড় কারাগার। তিনি কোথাও লুকিয়ে থাকতে পারেন। এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায় তিনি আত্মগোপন করে সেল এলাকায় সেপটিক ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুঁজি শেষে পরদিন তাঁকে উদ্ধার করা হয়। এবারও তা হতে পারে।