খুদেবার্তা পেলেই টিকাকেন্দ্রে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

Looks like you've blocked notifications!

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের (সিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, মোবাইলে খুদেবার্তা না পেয়ে করোনা টিকাদান কেন্দ্রে না যাওয়ার পরামর্শ রইল । আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, গণটিকাদান কেন্দ্রে যেন ভিড় না হয় সে লক্ষ্যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন।

ডা. মো. নাজমুল আরও বলেন, ‘ক্ষুদে বার্তা না পেয়ে অনেকেই টিকাদান কেন্দ্রে ভিড় করছেন। অনেক কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।’ তিনি বলেন, ‘বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে নারী তুলনায় পুরুষের সংখ্যা বেশি। তবে গর্ভবর্তী নারীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনাকালে চিকিৎসক নার্স ও মেডিকেল টেকনোলজিস্টরা সাধারণ ছুটি নিতে পারছেন না। তারা ছুটি নিলে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হবে। তাই তারা স্যাক্রিফাইস করে ছুটি নিচ্ছেন না। করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’