খুনি মাজেদের গ্রেপ্তার মুজিববর্ষে শ্রেষ্ঠ উপহার : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদকে আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ছবি : ফোকাস বাংলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের গ্রেপ্তার মুজিববর্ষে জাতির জন্য শ্রেষ্ঠ উপহার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ খুনি (আবদুল মাজেদ) শুধু বঙ্গবন্ধুর খুনের সঙ্গেই যে জড়িত ছিল তা নয়, সে জেলে জাতীয় চার নেতার হত্যার সঙ্গেও জড়িত ছিল। আজ এক ভিডিও কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,হত্যাকাণ্ডের পর ইনডেমনিটি আইনের সুযোগ নিয়ে খুনি ওই সময়ের সরকারের আনুকূল্যে বঙ্গভবনসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছে। ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে খুনি পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যায়।

আমাদের গোয়েন্দা আইনশৃঙ্খলা বাহিনী সর্বশেষ জানতে পারে যে, খুনি দেশে এসে বাসায় আত্মগোপন করে আছে। তারা বিষয়টি সার্বক্ষণিক তদারকি করত আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতায় সে ধরা পড়েছে,’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আইন অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। আমরা আশা করি, সব আইনি প্রক্রিয়া শেষ করে খুব দ্রুত রায় কার্যকর করা যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। ন্যায় বিচার নিশ্চিত করেই দেশ আরো এগিয়ে যাবে