খুলনায় করোনা রোগীর মৃত্যু

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই প্রথম খুলনা ডায়াবেটিস হাসপাতালে একজন মারা গেছেন। মৃত ওই নারীর নাম জরিনা বেগম, বয়স ৬৫ বছর। হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শেখ ফরিদ উদ্দিন এটি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই নারী গত ২২ এপ্রিল খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর গত ২৯ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করে ৩০ এপ্রিল তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। ৩০ এপ্রিল রাতেই তাঁকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাঁচ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল থেকে শ্বাসকষ্টের সঙ্গে ডায়রিয়া যোগ হলে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গত ২২ এপ্রিল  ক‌রোনা উপসর্গ নিয়ে মৃত্যু্ হয় রূপসা উপ‌জেলার রাজাপুর গ্রা‌মের বা‌সিন্দা মোবাইল প্রকৌশলী নূর আলম খা‌নের (৪৩) । পরে তাঁর নমুনা সংগ্রহ করে করোনা নিশ্চিত করা হয়।