খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট, ১৫ জেলায় সরবরাহ বন্ধ

Looks like you've blocked notifications!
খুলনায় প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। ফাইল ছবি

জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাঙ্ক-লরির ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে খুলনায় ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। সেই সঙ্গে আজ সোমবার সকাল ৬টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে, যা চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাঙ্ক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ চারটি সংগঠন এ ধর্মঘট পালন করছে।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন আজ সোমবার সকালে বলেন, ‘১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করা হচ্ছে। এর ফলে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে, পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি চলছে।’

শেখ মুরাদ হোসেন আরও জানান, খুলনা বিভাগের সঙ্গে সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকেও তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট পালিত হচ্ছে।