খুলনার চার হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!
খুলনার ২০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল। ফাইল ছবি

 খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জনের করোনা শনাক্ত হয়েছে। অপর দুজন মারা গেছেন উপসর্গ নিয়ে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। অপর দুজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালটিতে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন খুলনার পশুপতি দে (৬৪), এম ডি শরীফ (৭০) ও মরিয়াম (২১)।

খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার কাকলী (৪০), মরিয়ম (৭০) ও বাগেরহাটের আবদুর রশিদ হাওলাদার (৮৫)।

খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার আয়শা হোসেন (৭১) ও যশোরের তন্বী সরকার (১৮)।

শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় রওশন আরা বেগম (৭৮) নামের খুলনার এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

অপরদিকে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।