খুলনার চার হাসপাতালে ১১ করোনা রোগীর মৃত্যু

Looks like you've blocked notifications!
খুলনার ২০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল। ছবি : এনটিভি

খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের  মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা সবাই করোনা পজিটিভ ছিলেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলার আব্দুল বারেক (৭২), খাদিজা বেগম (৫০), নাসিমা (৪৫) ও রোকসানা (৩৫) এবং বাগেরহাটের মারুফা বেগম (৪৫)।

শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, এই হাসপাতালে করোনা আক্রান্ত অবস্থায় খুলনা জেলার সুফিয়া বেগম (৫৮) ও রায়হান চৌধুরী (৫৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।

অপরদিকে জেলার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে মোট তিনজন রোগী মারা গেছেন। তাঁরা হলেন খুলনার নুরুন্নাহার (৪৪) ও রাম কৃষ্ণ সাহা (৭৫) ও নড়াইল জেলার অসীম ভুট্ট (৪৭)।

খুলনা সদর হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশিদুল জানান, চিকিৎসাধীন অবস্থায় এ হাসপাতালে বাগেরহাটের রায়েন্দার বাসিন্দা ইব্রাহিম (৩৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে কোনো করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়নি।