খুলনার দুই হাসপাতালে করোনায় আরও সাতজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
খুলনার ২০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল। ফাইল ছবি

খুলনার দুটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা পজিটিভ ছিলেন।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার ফাতেমা (৬৫), অমল রায় (৪৪), নাহিদ নিয়াজী (৩০), বাগেরহাটের জাহানারা বেগম (৬০), ওলিয়ার রহমান (৫২) ও নড়াইলের ইবাদাত শেখ।

শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় খুলনার এমদাদুল হক নামের একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ জানিয়েছেন, খুমেক হাসপাতালের পিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় মোট ৩৭৬টি নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৫২ শতাংশ। এর মধ্যে খুলনার ৩৩৪টি নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৪ শতাংশ।