খুলনার সাবেক সাংসদ শেখ নূরুল হক আর নেই
খুলনার-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ মো. নূরুল হক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্তারুজ্জামান বাবু আরো জানান, গত ৯ জুলাই সাবেক সংসদ সদস্য শেখ মো. নূরুল হকের করোনা ধরা পড়ে খুলনায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। এরপর ২৩ জুলাইয়ের দ্বিতীয় পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
এ ছাড়া নূরুল হক বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছিলেন। আজ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শেখ মো. নূরুল হক আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১৯৯৬ এবং ২০১৪ সালে খুলনা-৬ আসনে সংসদ সদস্য নির্বাচত হন।