খুলনায় করোনায় ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!

খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের করোনা শনাক্ত করা হয়। বাকি পাঁচ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় পাঁচ জন ইয়েলো জোনে এবং পাঁচ জন রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইয়েলো জোনে সাধারণত করোনার উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হয়। এ ছাড়া রেড জোনে করোনা পজিটিভ হওয়া রোগীরা চিকিৎসা নেয়। হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জন হলেন খুলনার আবদুর রউফ (৫৫), হাবিবুর রহমান (৮০), রাফেজা (৫৮), সুভাষ (৮২) ও যশোরের আবদুল জলিল (৬৬)।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন খুলনার আবদুল্লাহ (৭৭), মোশারেফ হোমন (৬৮), বাগেরহাটের সরদার মো. আলী (৭৭) ও পুস্পরানি বালা (৮১)।

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. কাজী রাশেদুল জানান, হাসপাতালটিতে করোনায় আরও দুজন মারা গেছেন। তাঁরা হলেন খুলনার হায়দার (৭৫) ও মমতাজ (৬০)।

অপরদিকে, গতকাল রোববার থেকে চালু হওয়া খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নড়াইলের ওহেদুজ্জামান নামের একজন মারা গেছেন।