খুলনায় দুই ওয়ার্ডে লকডাউন, বাস্তবায়নের বাধা জনগণই
খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসার আইচগাতি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। এর পর বাস্তবায়নের প্রথম ২৪ ঘণ্টা পার হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শতভাগ সফল করার চেষ্টা করা হলেও জনসাধারণের মধ্যে কৌতুহলের কারণে তার বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে না।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়েছে। আগামী ১৬ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ২১ দিন রেড জোন হিসেবে চিহ্নিত থাকবে এবং বিধিনিষেধ জারি থাকবে।
করোনা মোকাবিলায় লকডাউন পালনে আরও কঠোর হওয়ার জন্য মাঠ পর্যায়ে পুলিশকে নির্দেশ দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। লকডাউন সফলভাবে পালন করতে গতকাল শুক্রবার পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। দুটি ওয়ার্ডের ৪৭টি স্থানে গলিপথ বাঁশ দিয়ে আটকিয়ে দিয়েছে পুলিশ। এলাকা থেকে কাউকে বাইরে আসতে দিচ্ছে না। কিন্তু কিছু কৌতুহলী মানুষ নানা অজুহাত দিতে বিকল্প পথে লকডাউন দেখতে বাইরে বের হচ্ছে বলে একাধিক স্বেচ্ছাসেবক জানিয়েছে।
ভ্রাম্যমাণ আলাদত এসব এলাকায় টহল এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন।
এদিকে, গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা টেস্ট হয়েছে মোট ২৮০টি। এর মধ্যে পজিটিভ এসেছে ১১৪টি। যার মধ্যে খুলনার ১০৬টি রয়েছে।
খুলনা সিভিল সার্জন অফিস থেকে নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা তাঁর স্বামীসহ এবং করোনা হাসপাতালের মুখপাত্র ডা. মিজানুর রজমানসহ একাধিক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে আজ সকালে নগরীর ১৭ নম্বর ওয়ার্ড এলাকার খুলনা নিউ মার্কেট, কাঁচাবাজার গেলে সেখানে কাউকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি।