খুলনায় পাটকল শ্রমিকদের অনশন, অসুস্থর সংখ্যা বাড়ছে
মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ের জন্য খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন দ্বিতীয় দিনের মতো চলছে। এর আগে স্থগিত হওয়া এই আমরণ অনশন কর্মসূচি গতকাল রোববার দুপুর থেকে পুনরায় শুরু হয়েছে।
এদিকে কনকনে শীতে সড়কের ওপর অবস্থান নিয়ে থাকায় বেশির ভাগ বয়স্ক নারী পুরুষ অসুস্থ হয়ে পড়েছে।
প্লাটিনাম জুবিলী জুট মিলসের সিবিএর সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, তাদের ১৫ জন বৃদ্ধ শ্রমিক অসুস্থ হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করছেন।
এর আগে লাগাতার কর্মসূচি শেষে গত ১০ ডিসেম্বর থেকে আমরণ কর্মসূচি শুরু করেছিল পাটকল শ্রমিকরা। সেই সময়ের অনশনে অসুস্থ হয়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়। পরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের অনুরোধে গত ১৪ ডিসেম্বর এই অনশন কর্মসূচি স্থগিত করে শ্রমিকরা।
১৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত শ্রমিক নেতারা ঢাকায় বিজেএমসি, পাট মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে দফায় দফায় আলাপ-আলোচনা করে ব্যর্থ হয়ে ২৭ ডিসেম্বর খুলনায় ফিরে আসে। শনিবার মিল গেটে সমাবেশের মাধ্যমে গতকাল রোববার থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিল।
অনশন কর্মসূচিতে অংশ নিতে পাটকল শ্রমিকরা বাক্স-পেটরা নিয়ে বিএডিসি সড়কে চলে আসে। বিএডিসি সড়কের কিছু অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।