খুলনায় বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে শিশু নিহত, আহত ২

Looks like you've blocked notifications!
খুলনার সোনাডাঙ্গা থানা। ছবি : সংগৃহীত

খুলনায় বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে তামিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। তামিম করিমনগর এলাকার মিঠু আকনের ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে মহানগরীর সোনাডাঙ্গাস্থ হেলথ কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তামিম। নিহত তামিমের বড় বোন জান্নাত বিষয়টি নিশ্চিত করে দোষীদের বিচার দাবি করেছেন।

আজ মহানগরীর বয়রা এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অফিসের পেছনের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় করিমনগর এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন (১০) ও রাব্বিসহ তামিম আহত হয়। তামিম পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নগরীর বয়রা এলাকায় ওজোপাডিকোর কার্যালয়ের পেছন দিকের দেয়াল জরাজীর্ণ হয়ে গেছে। সেই দেয়াল সংস্কার করার জন্য সম্প্রতি দুই পাশের প্লাস্টার খুলে ফেলা হয়েছে। দেয়ালটি সংস্কার করা হচ্ছিল।

শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করে প্রায় ১০০ ফুট দেয়াল ধসে পড়ে। ওজোপাডিকোর পরিচালক ড. মুহা. রফিকুল ইসলাম বিকেল এনটিভি অনলাইনকে জানান, দেয়াল ধসে শিশুর মৃত্যু বা আহতের কোনো খবর আমার জানা নেই। কেউ কিছু আমাকে জানায়নি।