খুলনায় সহকর্মীর ছুরিকাঘাতে চিকিৎসক আহত

Looks like you've blocked notifications!
খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ চেম্বারে সাবেক সহকর্মীর হাতে ছুরিকাঘাতে আহত চিকিৎসক ডা. উত্তম কুমার দেওয়ান। ছবি : এনটিভি

খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ চেম্বারে সাবেক সহকর্মীর হাতে ছুরিকাঘাতে আহত হয়েছেন উত্তম কুমার দেওয়ান  (৪০) নামের এক চিকিৎসক। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হামলাকারী সাবেক উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) মহসিন গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সাবেক স্যাকমো মহাসিন গাজী পূর্বশত্রুতা এবং বদলির জের ধরে ডা. উত্তম কুমার দেওয়ানের কক্ষে ঢুকে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ খবর ছড়িয়ে পড়লে পালিয়ে যাওয়ার সময় তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্টাফরা ছুরিসহ মহাসিনকে আটক করে। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মহাসিনকে আটক করে।

আটক মহাসিন খুলনার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা থেকে বদলি হয়ে বর্তমানে নড়াইল জেলা সদরের উপস্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) হিসেবে কর্মরত রয়েছেন।

আটককৃত স্যাকমো চিকিৎসক মহাসিন গাজীর দাবি, ডা. উত্তম কুমার কর্মরত থাকা অবস্থায় তাঁর কাছে আসা রোগীদের চিকিৎসা না দিয়ে মহাসিনের কাছে পাঠাতেন। এ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই তিনি রাগের মাথায় ডা. উত্তম কুমারকে ছুরিকাঘাত করেছেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, চিকিৎসকের ওপর হামলার অভিযোগে মহাসিন গাজীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. কামাল হোসেন বলেন, ‘আমরা ঘটনার সঙ্গে সঙ্গেই আহত চিকিৎসককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। একইসঙ্গে হামলাকারী মহাসিন গাজীকে পুলিশে সোপর্দ করেছি।’

এ বিষয়ে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘আমি আহত ডা. উত্তম কুমার দেওয়ানকে খুমেক হাসপাতালে দেখে এসেছি। বিস্তারিত বিষয় এখন পর্যন্ত জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’