খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক কাজল আর নেই

Looks like you've blocked notifications!
খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক কাজী রিয়াজুল ইসলাম কাজল। ছবি : সংগৃহীত

মাত্র ৩৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক, খুলনার ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ কাজী রিয়াজুল ইসলাম কাজল। গতকাল বুধবার দিবাগত রাত ৩টায় যশোরে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।  হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে কাজল মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় খুলনার খালিশপুর নিজ বাসার পাশে চরের হাট মসজিদে কাজলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কোচ ইমানুল ইসলাম সতীর্থ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তাঁর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খুলনার ক্রীড়াঙ্গনে।

খুলনার ক্রীড়াঙ্গনের সদা হাস্যোজ্জ্বল মুখ ছিলেন কাজল। সর্বশেষ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে (আন্তজেলা ক্রিকেট) তাঁর নেতৃত্বেই খেলে খুলনা। ঢাকা লীগেও নিয়মিত মুখ কাজল। সম্প্রতি ক্রিকেট প্রশিক্ষক হিসেবেও পথ চলা শুরু হয়েছিল তাঁর। তিনি বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমির প্রশিক্ষক। সর্বশেষ মৌসুমে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে খুলনা জেলা দলের প্রশিক্ষক ছিলেন। যে দলটিকে শিরোপাও এনে দিয়েছিলেন তিনি।