খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহবুদ্দিন আহমেদ আর নেই
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শাহবুদ্দিন আহমেদ (৮২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে আজ শনিবার তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
চিরকুমার এই প্রবীণ সাংবাদিক ভাগ্নে-ভাগ্নি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহবুদ্দিন আহমেদ পাকিস্তান আমলে সাপ্তাহিক হলিডে এবং দি ওয়েভ নামে স্থানীয় একটি দৈনিক পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। কিছুদিন আগ পর্যন্ত তিনি দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খুলনায় কর্মরত ছিলেন। খুলনার নবীণ সাংবাদিকদের কাছে তিনি ‘গুরু’ হিসেবে পরিচিত ছিলেন।
মানিকগঞ্জে জন্ম নেন শাহবুদ্দিন আহমেদ। বাবার কর্মজীবনের কারণে তিনি খুলনাতে লেখাপড়া শেষ করে সেখানেই শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করেন। তাঁর বাবা একজন চিকিৎসক ছিলেন।
শাহবুদ্দিন আহমেদ ২০১৫ সাল পর্যন্ত খুলনাতে কর্মরত ছিলেন। পরে ঢাকায় তাঁর ভাগ্নে ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রশিদ খান মামুনের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় বসবাস করছিলেন।
গতকাল শুক্রবার শাহবুদ্দিন আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
প্রবীণ সাংবাদিক শাহবুদ্দিন আহমেদের মৃত্যুতে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা শোকবার্তা দিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।