খুলনা বিএনপির ৮ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলায় কারাগারে ২৯
খুলনায় বিএনপির সমাবেশে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির শীর্ষনেতাসহ ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সেই মামলায় গ্রেপ্তার বিএনপির ১২ নারী নেতাকর্মীকে জামিন দিয়ে ২৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার বিকেলে খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আল আমিন এই আদেশ দেন।
গতকাল রাতেই খুলনা থানার এসআই বিশ্বজিৎ কুমার বসু বাদী হয়ে মামলাটি করেন। আটক ৪১ নেতাকর্মীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতে পাঠায় পুলিশ।
মামলার বিবরণীতে মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিনসহ ৯২ জনের নাম উল্লেখ করে এবং ৭০০ থেকে ৮০০ অজ্ঞাত পরিচয় নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়।
মামলায় অন্যান্যের মধ্যে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি এবং রফিকুল ইসলাম বকুলের নাম রয়েছে।
যদিও আজ শুক্রবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা সংবাদ সম্মেলন করে গতকালের ঘটনার জন্য ছাত্রলীগ ও পুলিশকে দায়ী করেছেন।