খুলনা বিভাগে শৈত্যপ্রবাহ বইছে, যশোরে তাপমাত্রা ৯ ডিগ্রিতে

Looks like you've blocked notifications!
খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ছবি : এনটিভি

শীতে জবুথবু খুলনা বিভাগের ১০টি জেলা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা  আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী পরিচালক আমিরুল আজাদ জানান, খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে । এই শৈত্যপ্রবাহ আরও  ২/১ দিন চলতে পারে।  সমুদ্রতীরবর্তী জেলা খুলনাতেও আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস যা এ বছরের সর্বনিম্ন ।

আজ বৃহস্পতিবার খুলনায় দুপুর ১২টা পর্যন্ত পুরোপুরি সূর্যের আলো দেখা যায়নি। শৈত্যপ্রবাহ  থাকায় আজ কুয়াশা ছিল একটু কম। তবে সকালে সড়কগুলিতে যানবাহন চলাচলও কম ছিল। শীতের কারণে প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসছেন না। 

এদিকে খুলনার সড়কের পাশে বসবাসরত ছিন্নমূল মানুষদের শীতে কাতরাতে দেখা গেছে। তাদের অনেককেই তীব্র শীতে আগুন জ্বেলে শীত নিবারনের চেষ্টা করতে দেখা গেছে।