খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট। ছবি : এনটিভি

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

ডা. সুহাস জানান, ২৪ ঘণ্টায় মৃত সাত জনের মধ্যে পাঁচ জন রেড জোন ও দুজন ইয়েলো জোনে চিকিৎসাধীন ছিলেন। রেড জোনে মৃত পাঁচজনের মধ্যে চার জন খুলনার ও একজন যশোরের বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮১ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ২৭ দশমিক ৬০ শতাংশ।

অন্যদিকে, গতকাল বুধবার খুলনা মেডিকেলের করোনা ইউনিটের শয্যা সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ১৩০ করা হয়েছে। একইভাবে করোনা রোগীদের জন্য খুলনা সদর হাসপাতালকে ৭০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে নোটিস টাঙানো হয়েছে। নোটসে এও বলা হয়েছে যে, এখানে বর্তমানে রোগী ভর্তি বন্ধ রয়েছে। আগামী ২০ জুন থেকে এটি চালু করার জন্য কাজ চলছে।