খুলে দেওয়া হয়েছে নাটোরের দুই চিনিকল

Looks like you've blocked notifications!
নাটোর চিনিকল। ফাইল ছবি

ছয়টি চিনিকল বন্ধের পর রাষ্ট্রায়ত্ত চিনিকল নিয়ে অসন্তোষের মাঝেই একযোগে নাটোরে দুটি চিনিকল খুলে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ডোঙ্গায় আখ ফেলে লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলের চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বন্ধ ঘোষিত পাবনা সুগার মিলের ৩২ হাজার মেট্রিক টন আখসহ দুই লাখ ১৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৬ হাজার ৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের টার্গেট করেছে মিল কর্তৃপক্ষ।

অন্যদিকে, একই সময় জেলা সদরে অবস্থিত নাটোর চিনিকলের মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।

নাটোর চিনিকলে এক লাখ ৩২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে সাত হাজার ৯২০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে উভয় মিলের শ্রমিক-কর্মচারীরা গত ছয় মাস ধরে কোনো বেতন ভাতা পাচ্ছে না। এ নিয়েও চলছে আন্দোলন। এর মধ্যেই খুলে দেওয়া হলো মিল দুটি।