খেলার সময় বস্তাবন্দি পঁচা লাশের গন্ধ পেল কিশোররা
কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ থেকে গতকাল রোববার সন্ধ্যায় এক কিশোর অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমুল (১৬) পশ্চিমশিংহ দক্ষিণ পাড়া এলাকার মনির হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, বুড়িচংয়ের গোবিন্দপুর বাজারের গোমতী নদীর বাঁধের পাশে মাঠে খেলার সময় কিশোরদের নাকে পঁচা গন্ধ আসে। পরে দুর্গন্ধের উৎস খোঁজ করতে গিয়ে একটি বস্তা দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ বস্তাবন্দি লাশটি উদ্ধার করে।
ওসি আরো জানান, দুই দিন আগে অটোচালক নাজমুল তার অটোরিকশাটিসহ নিখোঁজ হয়। তার গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জবাই করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।