খেলা ঘিরে শান্ত ব্রাহ্মণবাড়িয়া

Looks like you've blocked notifications!
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় উৎসাহ ও উত্তেজনা বিরাজ করলেও এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে, শিরোপা জয়ের পর আর্জেন্টাইন সমর্থকেরা বিভিন্ন স্থানে পটকা-আতশবাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করেছে।

এদিকে, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় গতকাল শুক্রবার থেকেই জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়। আজ শনিবার ভোর ৪টা থেকে ১১৬টি বিটে পুলিশের টহল শুরু হয়। এর আগে সমর্থকদের সতর্ক করতে বড় পর্দায় উন্মুক্ত স্থানে, হাট-বাজারে, রাস্তার মোড়, হোটেল-রেস্টুরেন্টে, চায়ের দোকানে, পাড়া-মহল্লায়, ঘরবাড়িতে বন্ধু-বান্ধব একত্রিত হয়ে, গণজমায়েত করে ফুটবল খেলা দেখা এবং খেলা শেষে আনন্দ মিছিল, পটকা-আতশবাজি ফুটানো সম্পূর্ণ নিষেধ করা হয়।

গত ৬ জুলাই বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে জেলায় ব্রাজিল-আর্জেন্টিনার খেলা ঘিরে যেকোনো ধরনের সহিংসতা রুখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ।