খেড়িহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডা. সৈয়দ আহমেদ আর নেই
চাঁদপুর জেলার শাহরাস্তি থানার খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ডা. সৈয়দ আহমেদ চৌধুরী আর নেই। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টায় তিনি নিজ বাড়িতে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
ডা. সৈয়দ আহমেদ ১৯৭৩ সালে খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করে তিনি ২০১৭ সালে অসবরে যান। তিনি শুধু শিক্ষকই ছিলেন না, অত্র এলাকায় ‘ডাক্তার’ হিসেসে দীর্ঘ প্রায় চার দশক মানুষকে সেবা দিয়েছেন। শিক্ষকতা ও চিকিৎসাসেবার মতো দুটি মহৎ পেশার কারণে তিনি ছিলেন মানুষের পরম শ্রদ্ধেয়।
ডা. সৈয়দ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিক আহমেদ ভুঁইয়া ও বর্তমান প্রধান শিক্ষক শামসুল হক ভুঁইয়া আবু।
শোক প্রকাশ করেছে অত্র এলায়ায় সামাজিক উন্নয়নে অবদান রাখা ‘আলোকিত খেড়িহর (আমরা ৯৫)’ । সংগঠনটি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করেছন শিক্ষানুরাগী সদস্য মো. জসিম উদ্দীন, দাতা সদস্য হুমায়ুন কবির বাবর ও সভাপতি মো. টিপু খান। এ ছাড়া আরো শোক প্রকাশ করেছেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. শাহ আলম, জীবন মজুমদার, সমাজসেবক মুন্সী আব্দুল হালিম, আবুল বাসার মুন্সী, মোস্তফা কামাল এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সিমিতির কন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক রুহুল কুদ্দুস লিটন ভূঁইয়া ও আল জামিয়া ইসলামিয়া খেড়িহর মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমেদ।