খড় আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

Looks like you've blocked notifications!
বজ্রপাতের প্রতীকী ছবি

রাস্তার পাশে খড় শুকাতে দিয়েছিলেন ৫০ বছর বয়সী কৃষক গোলাম মোস্তফা। সন্ধ্যার পরে হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হলে সেই খড় আনতে দৌড়ে যান তিনি। আর খড় আনতে গিয়েই বজ্রপাতে প্রাণ হারালেন ওই কৃষক। ঘটনাটি নেত্রকোনার পূর্বধলার গোহালাকান্দা ইউনিয়নের হাটবারেঙ্গা গ্রামের।

গতকাল শনিবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে ওই গ্রামে বজ্রপাতে মারা যান মোস্তফা। নিহত ব্যক্তি হাটবারেঙ্গা গ্রামের আহমেদ আলীর ছেলে।

এলাকাবাসী ও পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যার পর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে মোস্তফা বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে শুকাতে রাখা খড় আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সততা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে মৃতের পরিবারকে ১৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।’