গঞ্জেআলী খাল উদ্ধার করেছি, এটি নিয়ে বিশাল প্রকল্প আছে : মেয়র আইভী

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ শহরের গঞ্জেআলী খাল পাড়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ শহরে অবৈধ দখলে থাকা গঞ্জেআলী খাল উদ্ধার হয়েছে। এ খালটি নিয়ে বিশাল একটি প্রকল্পের কাজ হাতে রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শহরের খানপুর বউবাজার এলাকায় গঞ্জেআলী খাল পাড়ে গতকাল সোমবার বিকেলে বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন আইভী।

এ সময় মেয়র আইভী বলেন, ‘গঞ্জেআলী খালটি দীর্ঘদিন অবৈধ দখলে ছিল। স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে ও জনগণের সহযোগিতায় খালটি উদ্ধার হয়েছে। এ খালটি নিয়ে আমাদের বিশাল প্রকল্প আছে। এরই মধ্যে আমরা কাজ হাতে নিয়েছি। এটার সৌন্দর্যবর্ধনসহ বাকি কাজগুলোও করা হবে। কোনো কারণে এ খালটি যদি ভরাট হয়ে যায়, তাহলে চাষাঢ়া থেকে শুরু করে খানপুর তল্লা পর্যন্ত পানিতে একাকার হয়ে যাবে।’

নারায়ণগঞ্জ শহরের গঞ্জেআলী খাল পাড়ে বৃক্ষরোপণ করেন মেয়র আইভী। ছবি : এনটিভি

সেলিনা হায়াৎ আইভী আরো বলেন, ‘নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানকে কৃতজ্ঞতা জানাই, উনিও আমাদের এ কাজে সহযোগিতা করেছেন। সবার সহযোগিতায় আমরা খালটি উদ্ধার করতে পাড়ায় এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাউন্সিলরদেরও ধন্যবাদ জানাচ্ছি, যারা পরিশ্রম করেছেন।’

মুজিববর্ষ উপলক্ষে ব্যাপকভাবে গাছ লাগানো চলছে জানিয়ে আইভী বলেন, ‘আমরা এ বছরটায় ব্যাপকভাবে গাছ লাগানোর জন্য আগে থেকে পদক্ষেপ নিয়েছিলাম, যেহেতু এটা আমাদের মুজিববর্ষ। এ উপলক্ষে আমরা জানুয়ারি থেকেই গাছ লাগানো শুরু করেছি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটেই আমরা গাছ লাগাচ্ছি। বিশেষ করে অনুরোধ করব, এই গাছগুলো যেন সবাই দেখে রাখে।’

শহরের জলাবদ্ধতা প্রসঙ্গে মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘শীতলক্ষ্যার পানিতে শহরের ড্রেনগুলো ছুঁই ছুঁই। একটু বাড়ে আবার একটু কমে। এ ছাড়া শহরে যে পরিমাণ ইট-বালু রাখা হয়, সে ইট বালু ড্রেনে গিয়ে পড়ে। ড্রেন খুললে দেখবেন সেখানে কী নেই? লেপ-তোষক, কাঁথা-বালিশ থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। তাই জনগণকে সচেতন হতে হবে।’

আইভী বলেন, ‘আমরা কিন্তু বছরে দুবার ড্রেন পরিষ্কার করছি। এ বছর ভারি বর্ষণ হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে সারাদিন বা দুদিনও পানি থাকে। আমাদের শহরে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পানি নেমে যায়। তবে আমরা চেষ্টা করব এই দুই থেকে তিন ঘণ্টাও যেন পানিটা না থাকে। প্রয়োজনে এ বিষয়ে আরো উন্নতি করার চেষ্টা করব।’

মেয়র আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ শহর এখন বাস ও ট্রাকের হয়ে গেছে, মানুষের হাঁটার জায়গা নেই। দুই পাশে যেভাবে মানুষের হাঁটার অধিকার কেড়ে নিয়ে হকার বসেছে, তেমনি দুই পাশে সিএনজি, ইজিবাইক, লেগুনা স্ট্যান্ড বসে চাষাঢ়াসহ শহর ভরে আছে। এ বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সিটি করপোরেশনের প্রচেষ্টায় হয়তো কিছুদিন ঠিক থাকে, তারপর আবার যেমন তেমনই থাকে।’

বৃক্ষরোপণের সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু, নাসিকের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান ভাসানী, অ্যাডভোকেট মফিজুল ইসলাম প্রমুখ।