গণপরিবহন চালু ও ত্রাণের দাবিতে সাভারে শ্রমিকদের মানববন্ধন

Looks like you've blocked notifications!
গণপরিবহন চালু ও ত্রাণের দাবিতে সাভারে আজ বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে পরিবহন শ্রমিকরা। ছবি : এনটিভি

গণপরিবহন চালু ও ত্রাণের দাবিতে ঢাকার সাভারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবহন শ্রমিকরা। ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা এলাকায় হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। আজ বুধবার দুপুরের এই মানববন্ধনে কয়েকশ শ্রমিক অংশ নেয়।

শ্রমিকরা জানায়, করোনাভাইরাসের কারণে তারা কয়েকশ শ্রমিক দেড় মাস ধরে মানবেতর জীবনযাপন করছে। এ পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো ত্রাণ বা সহায়তা পায়নি।

এ সময় অনতিবিলম্বে সাহায্যের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করে শ্রমিকরা।