গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি

কারোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল রোববার সন্ধ্যায় নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে

আজ সোমবার রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘গতকাল সন্ধ্যায় যখন আমি ইফতার করে বাসায় ফিরছিলাম তখন আমি জ্বর জ্বর অনুভব করি। সে সময়ই আমাদের নিজেদের উদ্ভাবনী কিট দিয়ে নমুনা পরীক্ষা করা হয়। তার এক ঘণ্টার ভেতরে আমি রিপোর্ট পাই। রিপোর্টে করোনা পজিটিভ আসে।'

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গতকাল রাত থেকে আমি আলাদা থাকছি। বাসায় চিকিৎসা নিচ্ছি। এখন হোম আইসোলেশনে আছি।'