গত বছর হজের ব্যবস্থাপনা অনেক ভালো হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/09/gopalganj-news.jpg)
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘গত বছর হজের ব্যাপারে সাংবাদিকরা ভালো বা মন্দ কিছুই বলেননি, তাই আমরা বলতে পারি গত বছর হজের ব্যবস্থাপনা অনেক ভালো হয়েছে। যারা হজ করেছেন তারা বলেছেন গত বছরের মত হজ অতীতে হয়নি। জানি না এ বছর কি হবে, তবে গত বছরের মতো করতে পারলে সম্মানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাব।’
গতকাল বুধবার (৮ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে রোজা বা পূজা আসলে দাম না বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন সময় সুযোগ খুঁজে নেন এবং দ্রব্যের মূল্য বৃদ্ধি করেন।’ প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছেন বলেও জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।