গফুর টাওয়ারে আগুন, পুড়ে গেছে চিকিৎসা সামগ্রী

Looks like you've blocked notifications!
রাজধানীর তোপখানা এলাকার গফুর টাওয়ারের ছয় তলায় আজ সোমবার আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ছবি : ফোকাস বাংলা

রাজধানীর তোপখানা এলাকার গফুর টাওয়ারে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুড়ে ছাই হয়েছে চিকিৎসা সামগ্রী।

একটি ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করে ৬টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ৭টা ৮ মিনিটে অগ্নিকাণ্ড নির্বাপণ (পুরোপুরি নিভিয়ে ফেলা) করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

আজ সোমবার রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান।

কামরুল হাসান বলেন, সাত তলার গফুর টাওয়ারের ছয় তলায় এএস ইন্টারন্যাশনাল নামের একটি চিকিৎসা সামগ্রীর প্রতিষ্ঠানে এই আগুনের সূত্রপাত ঘটে। আগুনে অনেক চিকিৎসা সামগ্রী পুড়ে গেছে। তবে তার পরিমাণ এখনো পর্যন্ত চূড়ান্তভাবে জানা যায়নি।