গভীর রাতে কম্বল নিয়ে হঠাৎ ঘরে হাজির ডিসি
ঝিনাইদহে শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন হতদরিদ্ররা। শীতবস্ত্রের অভাব দেখা দিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক (ডিসি) সরোজ কুমার নাথ সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল গভীর রাতে সদর উপজেলার ভেন্নাতলা গ্রামে হঠাৎ করেই জিপ বোঝাই করে কম্বল নিয়ে গ্রামটিতে ছুটে যান তিনি। তখন গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়েছিলেন। ঘরের সামনে শীতবস্ত্র হাতে জেলা প্রশাসককে দেখে হতবাক হয়ে পড়েন তাঁরা।
জেলা প্রশাসক ঘরে ঘরে উপস্থিত হয়ে হতদরিদ্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।