গরু চুরিতে অভিযুক্ত সেই ছাত্রলীগনেত্রীর জামিন নাকচ

Looks like you've blocked notifications!
ছাত্রলীগনেত্রী বাবলি ইয়াসমিন। ফাইল ছবি

গরু চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগনেত্রী বাবলি ইয়াসমিনকে জামিন দেননি আদালত। আজ রোববার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম এই আদেশ দেন। 

আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালতে আসামির পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন।’ 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরেই ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে নিয়মিত গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলাও করা হয়। সেই মামলার তদন্তে নেমে বিস্মিত হয় পুলিশ। জড়িত দুজনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে গরু চোর দলের নেতার নাম। সরদার হিসেবে উঠে আসে বাবলি ইয়াসমিনের নাম।