গাঁজা সেবনের অপরাধে ৩ জনকে কারাদণ্ড
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ মহিলা কলেজ এলাকা থেকে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ বুধবার (৮ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এই রায় দেন।
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন উপজেলার ইসলামপুর গ্রামের চিত্তরঞ্জন ঘোষ (২৮), সুজন মিয়া (৩০) ও পার্বতীপুর উপজেলার খাগড়া গ্রামের সাহাজুল ইসলাম (৩৮)।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ ব্রতীরায় জানান, উপজেলার আফতাবগঞ্জ মহিলা কলেজ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ বিকেলে খবর আসে কিছু লোকজন সেখানে মাদকসেবন করছে। এ সময় কলেজের পাশে আমবাগানে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে আটক তিনজনকে আটক করা হয়। তাৎক্ষণিক সেখানে আদালত বসিয়ে মাদকসেবিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে চিত্তরঞ্জন ঘোষকে চার মাস এবং অন্য দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সরকার। একইসঙ্গে তাঁদের ১০০ টাকা করে জরিমানা করা হয়।
এসআই বিভূতি ভূষণ ব্রতীরায় আরও জানান, আসামিদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।