গাইবান্ধায় বিপুল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২

Looks like you've blocked notifications!
গোবিন্দগঞ্জ থানা চত্বরে আজ শুক্রবার পুলিশ সুপার কামাল হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ছবি  : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকআপভ্যানে মাদক পরিবহণের সময় এক হাজার ৪৮ বোতল ফেনসিডিল জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন—লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা গ্রামের ইমরান আলী ও একই গ্রামের রবিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে এসপি কামাল বলেন, ‘গোবিন্দগঞ্জের বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পুলিশ একটি পিকআপভ্যান তল্লাশি করে। পিকআপে থাকা কাঠের গুড়ার বস্তার নিচে চারটি প্লাস্টিকের বস্তায় এক হাজার ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। এ ছাড়া দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।’

এসপি কামাল বলেন, ‘মাদক ব্যবসায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’