গাছে বেঁধে শিশু নির্যাতনের মামলায় সেই লতিফ খান গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তার হওয়া লতিফ খান ও নির্যাতিত শিশু। ছবি : এনটিভি

ঝালকাঠির নলছিটিতে ১১ বছরের শিশু ও তার বাবাকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে করা মামলায় লতিফ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে শিশুটির বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় মামলা করেন। পরে সেই মামলায় লতিফ খানকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের লতিফ খানের বাড়ি থেকে সুপারি চুরির অভিযোগে শিশু ছাব্বির ও তার বাবাকে ধরে লতিফ খানের বাড়িতে নেওয়া হয়। এরপর তাঁদের শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করেন লতিফ খান ও স্থানীয় কয়েকজন। এ সময় আব্বাস হাওলাদার নামে এক ব্যক্তি ওই শিশুর মাথার চুল কেটে দেন। পরে গতকাল সোমবার সকালে এ ঘটনার তথ্য এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে মুচলেকা নিয়ে বাবা-ছেলেকে ছেড়ে দেন লতিফ খান।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘নির্যাতিত শিশুর বাবা মামলা করেছেন। সেই মামলায় আসামি লতিফ খানকে গ্রেপ্তার করা হয়েছে।’