গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শ্রমিক। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার গোলাখালি শ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশাশুনি এপিএস কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিয়াজ মোড়ল ওরফে শাহীন (১৮) ও তাঁর বন্ধু একই উপজেলার মাড়িয়ালা হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী তৌহিদুল ইসলাম (১৬)। আহত অপর ব্যক্তির নাম গোলাম রসুল (২২)। তিনি আশাশুনির নাসিমাবাদ গ্রামের বাসিন্দা এবং একজন ইটভাটার শ্রমিক।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, একই মোটরসাইকেলে তারা তিনজন বাড়ি ফিরছিলেন। এ সময় গোলাখালি শ্মশানের ধারে এলে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বাবলা গাছে ধাক্কা লাগে। এতে তারা মারাত্মকভাবে আহত হন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তৌহিদ ও তাঁর বন্ধু শাহীন মারা যান। আহত গোলাম রসুল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।