গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ৫০০ টাকায় করোনা পরীক্ষা

Looks like you've blocked notifications!

মাত্র ৫০০ টাকায় করোনা পরীক্ষার জন্য গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নতুন পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ল্যাবটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

এ সময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নির্বাহী সদস্য মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, গাজীপুরের জেলা প্রশাসক তরিকুল ইসলাম এবং গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

ল্যাবটিতে প্রতিদিন তিন শতাধিক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যার ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া সম্ভব। অন্যদিকে বেসরকারি হাসপাতালে সরকার নির্ধারিত ফি চার হাজার টাকা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এ হাসপাতালে মাত্র ৫০০ টাকায় করোনা পরীক্ষা করা হবে।

উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেন,  ‘ল্যাবটি স্থাপনের ফলে করোনা প্রতিরোধে সরকারের সহায়ক হিসেবে কাজ করবে।’