গাজীপুরে ওষুধের প্যাকেটজাত গুদামে আগুন

Looks like you've blocked notifications!
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ওষুধের প্যাকেটজাত গুদামে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : এনটিভি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ওষুধের প্যাকেটজাত গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় অর্গানিক হেল্থ কেয়ার লিমিটেড নামের ওই কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। শ্রীপুর ফায়ার স্টেশনের দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে নেভানোর চেষ্টা চালায়। কারখানার দ্বিতীয় তলায় থাকা আগুনের সূত্রপাত হয়ে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ করলেও পরে গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের আরো তিনটি  ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেন। তবে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ায় বাইরে থেকে আগুনের উৎসস্থল বোঝা যাচ্ছে না। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। আগুনে কেউ হতাহতেরও খবর পাওয়া যায়নি।