গাজীপুরে কংক্রিট মিক্সার গাড়ি উল্টে ট্রাকচালক নিহত
গাজীপুরের টঙ্গীতে সিমেন্ট কারখানার কংক্রিট মিক্সারের উল্টে যাওয়া গাড়ির নিচে চাপা পড়ে অপর এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিনগত মধ্যরাতে টঙ্গীর মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম রবিন মিয়া (২৬)। তিনি গাইবান্ধা সদর উপজেলার টেঙ্গুরজানী গ্রামের আবুল কাসেমের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, গতকাল দিবাগত রাতে গাজীপুর মহানগরীতে টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহসড়কের পাশে কয়েকটি ট্রাক দাঁড় করিয়ে রাখা ছিল। রাত সাড়ে ১২টার দিকে একটি ট্রাকের চালক রবিন মিয়া মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী ক্রাউন সিমেন্ট কোম্পানির কংক্রিট মিক্সারের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পথচারী রবিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে রাত সাড়ে তিনটার দিকে উল্টে যাওয়া ওই গাড়ি সরিয়ে নিচে চাপা পড়া রবিনের লাশ উদ্ধার করা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।