গাজীপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

Looks like you've blocked notifications!

গাজীপুরের কাপাসিয়ায় ঠাণ্ডা, সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৮ বছর বয়সী ওই যুবকের নাম সেলিম। তাঁর বাড়ি কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম বলেন, ‘মৃত যুবক নারায়ণগঞ্জে একটি পোশাক

কারখানায় কাজ করতেন। ২১ দিন আগে তিনি বাড়িতে আসেন। জ্বর, সর্দি ও কাশি নিয়ে তিনি বাড়িতে ছিলেন। গতকাল মঙ্গলবার রাত

১টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর শ্বাসকষ্ট ছিল না, যদি শ্বাসকষ্ট থাকত তাহলে তিনি তো হাসপাতালেই আসতেন। স্বাস্থ্য বিভাগ

থেকে লোক পাঠানো হয়েছে মৃত যুবক ও তার পরিবারের সবার নমুনা সংগ্রহের জন্য।’

ডা. আব্দুস সালাম আরো জানান, যুবকের পরিবারের সবাই হোম কোয়ারান্টিনে থাকবে। অনেকটা লকডাউনের মতো। পরবর্তী সময়ে লকডাউনের বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী করোনায় আক্রান্ত রোগীর মতোই ওই যুবকের দাফন করা হবে বলে জানান তিনি। এজন্য

স্বেচ্ছাসেবীদের উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পিপিপি ও অন্যান্য সরঞ্জামাদি দেওয়ার কথাও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর আমি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) 

উপজেলা কমিটির সঙ্গে আলাপ করে ওই বাড়িটি লক ডাউনের নির্দেশ দিয়েছি।'