গাজীপুরে করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৭
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/03/gazipur-sivil-sarzan.jpg)
গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়। ছবি : এনটিভি
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় আরও একজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এ সময়ের মধ্যে ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
এ পর্যন্ত গাজীপুরে ৬৫ হাজার ৮৪৬ জন মানুষের নমুনা পরীক্ষা করে মোট আক্রান্ত পাওয়া গেছে সাত হাজার ৯৪১ জন। এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি পাঁচ হাজার ২০৮ জন করোনা পজিটিভ।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে সাত হাজার ৩২৪ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ সদস্য ও পোশাককর্মীরা ছাড়াও রয়েছেন নানা শ্রেণি ও পেশার মানুষ।
মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার না করা এবং অসচেতনতার কারণে দিন দিন করোনা রোগী বাড়ছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।