গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড, পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল

Looks like you've blocked notifications!
গাজীপুর সদর উপজেলায় হাজী পেপার অ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শনিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ড ঘটে। ছবি : এনটিভি

গাজীপুর সদর উপজেলায় হাতিয়াব এলাকায় হাজী পেপার অ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ওই কারখানার একটি কক্ষ থেকে গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আজ রোববার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, কারখানায় গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ প্যাকেজিং মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।