গাজীপুরে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর
গাজীপুরে এক মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সিটি করপোরেশনের দক্ষিণ সালনার মিয়াপাড়া এলাকার ‘শ্রী শ্রী কালী মন্দিরে’ এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া ও স্থানীয়রা জানান, দক্ষিণ সালনার মিয়াপাড়া এলাকার পূজারীরা শুক্রবার ভোরে স্থানীয় শ্রী শ্রী কালী মন্দিরে গিয়ে কালী, নাগিনী, যোগিনী ও শিবসহ চারটি প্রতিমার মাথা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আলমগীর হোসেন ভূইয়া জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি নরেশ রায় জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে ওই জমি থেকে মন্দিরটি উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে। ওই মহলের লোকজন বৃহস্পতিবারও মন্দির উচ্ছেদের চেষ্টা চালায়। এ সময় স্থানীয়দের বাধার মুখে তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে তারা রাতে ভাঙচুরের এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁর দাবি।
এদিকে বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি অরুণ কুমার সাহা, সাধারণ সম্পাদক নারায়ণ কুমার দাস ও পূজা বিষয়ক সম্পাদক প্রদীপ সরকারসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান।