গাজীপুরে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন। আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এখানে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা, করোনা পরীক্ষা ও স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ করা হয়।
সাভার সেনানিবাসের সিইও মেজর জেনারেল সাইফুল আবেদীন ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় মেজর সজিবুল ইসলাম, কর্নেল রেজাউল রহমান ও লেফটেন্যান্ট কর্নেল ফখরুল আলম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামছুন্নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় মেজর সজিবুল ইসলাম জানান, দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে করোনাকালীন গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।