গাজীপুরে গার্মেন্টে আগুন, দুই নারীসহ আহত ৪

Looks like you've blocked notifications!
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় আজ শুক্রবার দুপুরে ইসলাম গার্মেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : এনটিভি

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় ইসলাম গার্মেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে দুই নারীসহ চার শ্রমিক আহত হয়েছেন।

এদিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা পৌনে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করছেন তাঁরা।

কারখানার শ্রমিকদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় ইসলাম গ্রুপের ‘ইসলাম ওভেন’ কারখানার পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় থাকা প্যাকেজিং ও স্যাম্পল সামগ্রিতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় দুইনারীসহ চার শ্রমিক আহত হন।

সহকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় খাবারের বিরতি চলছিল। এ সময় বেশিরভাগ শ্রমিক বাইরে ছিলেন। তবে কিছুসংখ্যক শ্রমিক কারখানায় অবস্থান করছিলেন।

ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. জিল্লুর রহমান বলেন, ‘কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, ইপিজেড ও কাশিমপুরের ডিবিএল ফায়ার স্টেশনের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। তাঁরা প্রায় পৌনে চার ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নেভাতে তাঁরা রাত পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করবে।’

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই পরিচালক।